VIP দের কবলে সমাজ জীবন।


VIP  এই অক্ষর তিনটি ইংরেজি বর্ণের হল এর প্রভাব মানব জীবনে ব্যাপক।  এই অক্ষর তিনটিকে  মানুষ তার সামাজিক ও মানবিক গুণাবলীর উচ্চপর্যায়ে মনে করে। বাংলাদেশে এই অক্ষর তিনটিকে নিয়ে এক নতুনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  মানুষ একটা পর্যায় পর্যন্ত নিজেকে মানুষ মনে করে যখন সেই পর্যায় অতিক্রম করে ফেলে তখন তিনি মানুষ নন তখন হয়ে যান  তথাকথিত VIP।  তাহলে জেনে নেওয়া যাক একজন মানুষ কখন VIP  হয়ে যায়।  যখন মানুষ মানবিকতার জ্ঞান হারিয়ে ফেলে নিজেকে যখন একজন মানব বলে মনে করে না তখন।  এই তথাকতিথ VIP  দের খপ্পরে পরে মানবিকতার ও মানুষের হয়েছে অকাল মৃত্যু।  VIP রা কেমন মানুষ, তারা রক্তমাংসের মানুষ নয়? নাকি তারা শুধু দেখতেই মানুষের মত ভেতরটা শুধু VIP  তে গড়া। VIP দের ভিতরে মন আছে বলে মনে হয় না,   না আমার এই মনের ধরনাটা ভুল তাদের একটা মন আছে। যা শুধু আত্মকেন্দ্রিক আর নতুন নতুন VIP  তৈরির কারিগর। আমার এই ছোট্ট জীবনে অনেক VIP কে দেখেছি,  মানুষের সামনে কত চেতনারই না জন্ম দিয়েছে কিন্তু পরে জানলাম এগুলো জারজ চেতনা ছিলো।  এবার আপনাদের মনে আবার প্রশ্ন জাগতে পারে যে চেতনা আবার জারজ হয় কি ভাবে।  ওই সকল চেতনাদারি যার মঞ্চে দাড়িয়ে এক নতুন চেতনার জন্ম দিলো আর মঞ্চ থেকে নামার সাথে সাথে সকল চেতনাকে গলাটিপে হত্য করে ফেলেন এই সকল চেতনাই জারজ চেতনা।  কারণ সমাজ যে একটা জারজ সন্তান এবং এর মা কে ভালো ভাবে মেনে নেয়না তাই তাদের কে সমাজ চুত্যকরা হয়। তেমনি VIP ও  তার ইমেজ রক্ষার জন্য মঞ্চে চেতনার জন্মদের কিন্তু তিনি তা লালনপালন করতে পারবেন না তাই চেতনার গলাটিপে হত্যা করেন।  এইতো কিছু দিন আগে এক VIP এর কারনে এক মানব তার মৃত্যু হলো।  এই ঢাকার শহরের কথাই ধরুন কোন VIP  র পরিবার বের হবে ৩০ ডিগ্রী তাপমাত্রায় রাস্তায় মাইলের পর মাইল জ্যাম বাধিয়ে সব গাড়িকে আটকে রাখা হয় এ্যাম্বুলেন্স পর্যন্ত সেখান থেকে যাওয়া অনুমতি পায়না। এরা VIP নাকি আল্লার ফেরেশতা না তা তো নয় তবে তারা কি?  ওহ মনে পড়ছে এরা হলো VIP  যাদের কারনে সমাজ থেকে মানবার মৃত্যু হচ্ছে।  আর এই VIP নামক আজরাইল ধূত,  আল্লহর আস্তানা থেকে কবর পর্যন্তই আছে।  আপনরা সাবধান এই VIP  দের থেকে।,,,,,,,,,,,,,,,,,,,,,,, শিক্ষার মৃত্যু হয়েছে। 

Comments