এখনই সময় নতুন করে চিন্তা করার

একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হল সেই দেশের যুব সমাজ কিন্তু সম্পদ যখন দিনে দিনে বাড়তি জনসংখ্যা বলে বোঝায় পরিণত হয়। এর জন্য দায়ী কে? এর জন্য হয়ত সেই দেশের প্রত্যেকটা ধূলিকণা পর্যন্ত দায়ী। একটি দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর পরও সে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে, এর দায় কার? সে দেশে প্রায় সকল পাবলিক পরীক্ষার পর দেশের মিডিয়া গুলো একটা আত্মঘাতী মৃত্যুর পরিসংখ্যান দাঁড় করায়। আমরা আর কত কাল এই পরিসংখ্যানের সম্মুখীন হবো? এর জন্য কে দায়ী? পরিবার, দেশ নাকি যে আত্মহত্যা করেছে সে?  এর জন্য তো আমরা সবাই দায়ী।আমরা কখনো জানারও চেষ্টা করিনা আমার সন্তান কি হতে চায়। সে কোন বিষয়ে পারদর্শী?  বাবা-মা যেন সন্তানের জীবনের ভাগ্য বিধাতা। সন্তান তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে সফল হতে পারবে কি পারবে না তারা এ ব্যাপারে মোটেও ভাবেন না।  সন্তান GPA 5 পাবে ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সমাজে বাবা-মায়ের কত নাম ডাক হবে। তাদের পাড়ার কত ছেলে-মেয়ে বিশ্ববিদ্যালয়ে পরে, তাদের বাবা-মায়ের কত সমাজিক সম্মান। GPA 5 পাওয়া বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারার মানে কখনো এই নয় যে আপনার ছেলের সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়ে গেছে।  যে ছেলেটা রাতে ঘুমাতে গেলেও ব্যাট বল নিয়ে ঘুমায় সে ছেলেটা তো ইংরেজি, গনিতে অকৃতকার্য হবেই।  যে মেয়েটা নাচ-গানে ভালো পারে সে পড়ালেখা আশানুরূপ ফল নাও করতে পারে।  যদি  তাদের পারদর্শী বিষয় গুলোর উপর আরো পারদর্শী করে তোলা হয় তাহলে কিন্তু তারাই হবে ভবিষ্যতের সফল মানুষদের একজন।  

    কিন্তু আমরা তাদের আগ্রহ তাদের ইচ্ছার কোনো মূল্যায়ন না করে বাসায় গৃহশিক্ষক রেখে তোতা পাখির মত বই ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই। তাতে কি সত্যিকারের কোনো লাভ আছে? তাই এখনই সময় নতুন করে চিন্তা করার।

Comments

Post a Comment